সেলফোন-মনিটর-প্রিন্টার-টেলিভিশন, আপনার এসব ইলেকট্রনিক বর্জ্যের কী গতি হবে?

গ্লোবাল ই-ওয়েস্ট মনিটর (জিইএম) এর অনুমান অনুযায়ী, যে ডিভাইসগুলো ফেলে দেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি সেগুলো হলো- সেলফোন, হার্ড ড্রাইভ, সিপিইউ, মনিটর, মডেম, প্রিন্টার, কেবল এবং টেলিভিশন।