বাদুড়ের উৎপাতে অসহায় শহরবাসী

বাদুড়ের উৎপাতে জীবন বিপণ্ণ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার ছোট্ট শহর ইংহ্যামের ৪৩ হাজার অধিবাসীর। বাদুড়গুলো যখন ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়, মনে হয় যেন টর্নেডো।