ওয়ানডেতে ১০ উইকেট পেলেন ভারতীয় কিশোরী

এক ইনিংসে একাই ১০ উইকেট তুলে নেওয়ার ঘটনা আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ঘটিয়েছেন দুজন- ভারতের অনিল কুম্বলে ও ইংল্যান্ডের জিম লেকার। ওয়ানডেতে এই কৃতিত্ব আর কারও ছিল না। সেটিই প্রথম করে দেখালেন কাশভী গৌতম।