কেট মসকে সাক্ষ্য দিতে রাজি করানোর জন্য কল দিয়েছিলেন ডেপের আইনজীবিরা
ডিসকভারি প্লাসে মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্রে আলোচিত মানহানি মামলার ভেতরের অনেক গল্পই তুলে ধরা হয়েছে, যা এতদিন বাইরের মানুষের অজানা ছিল। এক পর্যায়ে দেখা যায়, ডেপের আইনি দল কেট মসকে কল করছেন।