হাজার বছর পর তুরস্কে ক্রুসেডারদের বিরুদ্ধে জয়ী সুলতানের সমাধির সন্ধান
প্রথম কিলিজ আরসালান ছিলেন রমের সেলজুক সালতানাতের দ্বিতীয় সুলতান। তার পিতা সুলেইমান ইবনে কুতুলমিশ ১০৭৭ সালে গ্রেট সেলজুক সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে আনাতোলিয়ায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন।