'রণলিয়া'র বিয়েতে মাত্র ২৮ অতিথি! ২০০ রক্ষী ও ড্রোন মিলিয়ে থাকছে কড়া নিরাপত্তা  

ছবি শিকারিরা যাতে কোনোমতেই বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি তুলতে না পারেন, তার জন্য বিয়ের ভেন্যু ঢেকে দেওয়া হচ্ছে পর্দা দিয়ে। কাপড় দিয়ে তৈরি বিশেষ স্ক্রিনও থাকছে যাতে বাইরে থেকে ছবি তোলা সম্ভব না হয়।