সাম্মাম ফল চাষে সফলতার মুখ দেখছেন বাগেরহাটের প্রকৌশলী, বছরে আয় ১৫ লাখ টাকা 

নিজের খামারে উৎপাদিত প্রতি কেজি সাম্মাম ১০০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করেন ফয়সাল। ক্ষেতের পরিচর্যা ও দেখভালের জন্য ১২ জন শ্রমিক নিয়মিত কাজ করে এই খামারে।