ত্রিদিব দস্তিদার: বুকে তার কান্নার গভীর সমুদ্র

একা মানুষ হওয়ার কারণেই হয়তো ত্রিদিবের মনটা ছিল নিরেট। শিশুর মতো কবিতা অনুভব করতো, লিখতে পারতো। তার কবিতা যারা পড়েছে, তারা কি জানে ত্রিদিবের জীবনটা আসলে কতটা কষ্টের ছিল?