অজয় দেবগন-সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত 'থ্যাংক গড' নিষিদ্ধ করল কুয়েত সেন্সর বোর্ড
সম্প্রতি প্রকাশিত ‘থ্যাংক গড’-এর ট্রেইলারে প্রভু চিত্রগুপ্তের ভূমিকায় দেখা গেছে অজয়কে। ছবিতে ধর্মকে অবমাননা করা হয়েছে অভিযোগ তুলে 'থ্যাংক গড'-এর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।