৪০ বছর পেরিয়ে গেছে, বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, চাঁদে মানুষ গেছে, সাইবেরিয়ার পরিবারটি জানতই না!

১৯৭৮ সালে সোভিয়েত ভূতাত্ত্বিকরা সাইবেরিয়ার তাইগা বনের গভীরে পাঁচ সদস্যের এক পরিবারকে খুঁজে পান। তারা ১৯৩৬ সালে ধর্মীয় নিপীড়নের হাত থেকে বাঁচতে পালিয়ে গিয়ে লোকালয় থেকে ৪০ বছর সংযোগ বিচ্ছিন্ন ছিলেন।