'উইজার্ড অব ওজ'- এর রুবি স্লিপার চুরির ২০ বছর পর দোষ স্বীকার করতে চান অভিযুক্ত ব্যক্তি
সালিটারম্যানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালের আগস্ট থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত তিনি চুরি হওয়া ঐতিহাসিক এই জিনিসটি গ্রহণ, গোপন এবং নিষ্পত্তির চেষ্টা করেছেন এবং চুরির বিষয়টি তিনি জানতেন।