রাজশাহীতে নর্দমায় ভেসে যাওয়া টাকার উৎস মেলেনি

শনিবার দুপুরে হঠাৎ সারা রাজশাহী শহরে ছড়িয়ে পড়ে, রেলওয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ঘেঁষা নদর্মায় টাকা মিলছে। মুহূর্তে শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করে।