‘ন্যান্সি কোথায়?’ স্পিকারের স্বামীকে আক্রমণ করার আগে চিৎকার করে বলে অনুপ্রবেশকারী!

আততায়ী কাঁচের দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং চিৎকার করে জিজ্ঞেস করেন, "ন্যান্সি কোথায়?" হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে থাকায় রক্ষা পেয়ে যান।