মুদ্রা থেকে শুরু করে পোস্ট বক্স, জাতীয় সঙ্গীত... রানির মৃত্যুতে যা যা পরিবর্তন করতে হবে
এতদিন ব্রিটেনের কয়েন-নোট, ডাকটিকিটে রানির প্রতিকৃতি এবং পোস্ট বক্স, ইউনিফর্ম ও সারা দেশে সরকারি প্রতীকগুলোতে রানির নামের আদ্যক্ষর অলংকৃত ছিল। তাই রানির মৃত্যুর পর সবকিছু পরিবর্তন করা বিশাল একটি কাজ...