অক্ষত ফিতাসহ শিশুর ২ হাজার বছর পুরনো জুতার খোঁজ পেল প্রত্নতত্ত্ববিদরা!
উদ্ধারকৃত জুতার ফিতাটি সম্ভবত ফ্লাক্স বা লিনেন দিয়ে তৈরি। এক্ষেত্রে খনির ভেতর শিশুর জুতা খুঁজে পাওয়ার ঘটনাটি বেশ কৌতূহলোদ্দীপক। কেননা এতে আন্দাজ করা যায়, এই খনিতে শিশুরাও হয়তো কাজ করতো।