দাম মাত্র ৪৯ রুপি! বিশ্বের সবচেয়ে সস্তা পিৎজা

চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে গ্রাহক ধরে রাখতে পিৎজার দাম কমিয়েছে ডমিনো’স। এছাড়া দোকানে পরিবেশন করা পিৎজার বাক্সে ঢাকনা দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এতে প্রতি বাক্সে প্রায় ২২ পয়সা সাশ্রয় হচ্ছে।