নাহিদ হত্যা: বাবা বিচার না চেয়ে সবার বিবেকে আঘাত করেছেন   

আসলে তাঁরা বলতে চেয়েছেন বিচার পাই না, ন্যায়বিচার হয় না, অপরাধীরা পার পেয়ে যায় তাই বিচারের প্রহসন চাই না। বিচার চাইতে পাল্টা আরো নির্যাতনের শিকার হবার আশংকায় কেউ এখন আর বিচার চায় না।