বিয়েতে এখন ছেলেরাও কেন মেকআপ নেয়?

বাঙালির বিয়েতে বরের সাজসজ্জা নিয়ে কয়েক বছর আগেও এদেশে মাথা ঘামানো হতো কদাচিৎই। বরের পোশাক-আশাক কেনা হয়ে গেলেই তার সাজের চিন্তা শেষ হয়ে যেত। সাধারণ পুরুষেরা বিয়েতে মেকআপ করবে, এমনটা চিন্তাও করা হতো...