চাকরির পরীক্ষায় কারচুপি, মমতা ব্যানার্জির ভাইঝির নম্বর ৭ থেকে বেড়ে হয় ৫৫! 

ওএমআর শিটে দেখা যাচ্ছে, ৬০টি প্রশ্নের সবকটির উত্তর দিয়েছিলেন বৃষ্টি। তাতে তিনি পেয়েছেন মাত্র ৭। এর সঙ্গে ৪৮ নম্বর যোগ করে তাকে গ্রুপ সি'তে নিয়োগ দেওয়া হয়েছে।