ভিন্নধর্মী এক স্কুল: যেখানে পথশিশুরা শিক্ষার্থী, শিখতে শিখতে করে আয়
সচরাচর স্কুল যেমন হয়ে থাকে, এটি তেমন নয়। স্কুলের বাইরে নেই কোনো খেলার মাঠ, নেই নিজস্ব কোনো ভবন। আধগড়া এক বিল্ডিংয়ের দুই ফ্লোর নিয়েই স্কুল। পরিসরেও তেমন একটা বড় নয়। বাইরে থেকে নেই কোনো চাকচিক্য।