হাত ধোয়া নিষেধ! দুধ খেয়েই মাতাল! যত লম্বা চুল তত গুরুত্ব! এগুলো মঙ্গোল রীতি!
কোথাও পানি খুঁজে না পেলে মঙ্গোলরা তাদের ঘোড়ার ঘাড় কেটে ফেলতো এবং ঘোড়ার সেই রক্ত পান করতো। তবে ঘোড়া কিন্তু তখনো জীবিতই থাকতো! আবার দুধ খেয়ে মাতাল হওয়ার মতো প্রক্রিয়াও ছিল তাদের!