জেমস বন্ডের আবহ সঙ্গীতের রচয়িতা মন্টি নরম্যান মারা গেছেন 

‘ডক্টর নো’ সিনেমায় নরম্যান-রচিত আবহ সঙ্গীত বিশেষ জনপ্রিয়তা পায়। এই আবহ সঙ্গীতের তত্বাবধানে ছিলেন জন ব্যারি। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির জন্য পরবর্তীতে এটিই প্রধান আবহ সঙ্গীত হয়ে ওঠে।