যশোর শিক্ষাবোর্ডে চেক জালিয়াতি: চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

হিসাব সহকারী আবদুস সালাম চেকের মুড়ি বইয়ে আড়াই হাজার টাকা লিখলেও চেকে প্রাপক হিসেবে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিখে ২৫ লাখ ৮০ হাজার ১০ টাকা ইস্যু করে। চেকে সচিব ও চেয়ারম্যান স্বাক্ষর দেন। সেই...