বাংলাদেশ দলে ‘কর্নওয়াল ভীতি’ 

শারীরিক আকৃতির কারণে কর্নওয়ালের ফিটনেস নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। যদিও সেসবে কখনই কান দেননি তিনি। ২০১৪ সালে যখন তার প্রথম শ্রেণিতে অভিষেক হয়, তখন ডানহাতি এই স্পিনারের ওজন ছিল ১৬০ কেজি।