অভিনয়ের কারণেই আমি পূর্ণতা পেয়েছি: রিয়াজ

জীবনের এ পর্যায়ে এসে নিজেকে নিয়ে মূল্যায়ন করতে গিয়ে রিয়াজ বলেন, “হয়ত চাকরির পেশায় যদি থাকতাম তাহলে এত মানুষ চিনতোও না, আবার মানুষের কাছ থেকে এত ভালোবাসাও পেতাম না। অভিনয়ের কারণেই আমি পূর্ণতা পেয়েছি...