গওহর জান: ভারতবর্ষের প্রথম রেকর্ড আর্টিস্ট, ডজনখানেক ভাষায় পারদর্শী, সম্মানী ছিল তিন হাজার রুপি

ব্রিটিশ ভারতের তৎকালীন রাজধানী কলকাতার সবচেয়ে বড় সেলিব্রিটিই হয়ে ওঠেন গওহর। কথিত আছে, একবার নিজের বিড়াল বাচ্চা প্রসব করার পর সে আনন্দে ২০ হাজার টাকার পার্টি দেন তিনি।