রেলমন্ত্রীর আত্মীয় কাণ্ড: কাজে ফিরেছেন টিটিই শফিকুল
শফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন এসআরআইটি (সিনিয়র ইন্সপেক্টর অব ট্রেন) বরকতুল্লাহ আলামিনকে ডিআরএম অফিস থেকে দেওয়া কন্ট্রোল অর্ডার (নং ২৮৬, তাং ৮ মে-২০২২) দেওয়া হয়েছে। তার নির্দেশনায় সোমবার সকালে অফিসে...