মেসি জাদুর পর মার্তিনেজ রূপকথা, সেমি-ফাইনালে আর্জেন্টিনা

মলিনা এবং মেসির গোলে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর জয় সম্ভাব্যই মনে হচ্ছিল আর্জেন্টিনার। কিন্তু অবিশ্বাস্যভাবে পরপর দুই গোল করে ডাচদের সমতায় ফেরান বদলি নামা ওয়েগোর্স্ট। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

  •