সাম্বার ঢেউ সামলাতে পারবে ক্রোয়েশিয়া?
কাতার বিশ্বকাপে শেষ আটের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া। ব্রাজিল জিতলে হেক্সা জয়ের মিশনে আরেক ধাপ এগিয়ে যাবে তারা, টানা দ্বিতীয়বারের মতো সেমি-ফাইনাল খেলার জন্য জিততে হবে ক্রোয়েশিয়াকে।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টায় মুখোমুখি হবে ব্রাজিল এবং ক্রোয়েশিয়া, শেষ চারে উঠার লড়াইয়ে জমজমাট একটি ম্যাচ দেখার প্রত্যাশা ফুটবলপ্রেমিদের।
ম্যাচের আগে দুই দলের এবারের বিশ্বকাপের পারফরম্যান্স, শেষ আটের ইতিহাস এবং শক্তি-সামর্থ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
ব্রাজিল
গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচই জিতে নক-আউট নিশ্চিত করেছিল সেলেকাওরা। শেষ ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেন ব্রাজিল কোচ তিতে, যদিও ক্যামেরুনের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে যায় তারা।
গ্রুপ পর্বে ব্রাজিলের ফলাফল
ব্রাজিল ২-০ সার্বিয়া
ব্রাজিল ১-০ সুইজারল্যান্ড
ব্রাজিল ০-১ ক্যামেরুন
শেষ ষোলো
ব্রাজিল ৪-১ দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপে ব্রাজিলের কোয়ার্টার- ফাইনাল রেকর্ড
বিশ্বকাপে ১৬ বার অন্তত কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল, যার মধ্যে ১১ বারই শেষ চারে পৌঁছায় সেলেকাওরা। ক্রোয়েশিয়ার বিপক্ষেও ফেভারিট হিসেবেই নামবেন নেইমাররা।
ব্রাজিলের শক্তি
শক্তির দিক থেকে ব্রাজিল বিশ্বের যেকোনো দল থেকেই এগিয়ে, সব পজিশনেই দুর্দান্ত সব খেলোয়াড় দিয়ে পূর্ণ তিতের দল। চোটের কারণে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি নেইমার। শেষ ষোলোর ম্যাচে ফিরেই দেখিয়েছেন কেন তিনি ব্রাজিলের সবথেকে বড় ভরসার জায়গা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মন মাতানো ফুটবল খেলেছে জোগো বনিতোর বাহকেরা।
ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত গত বিশ্বকাপের রানার্স-আপরা। নিজেদের ইতিহাসে এবারই প্রথম পরপর দুই বিশ্বকাপের শেষ আটে উঠেছে ক্রোয়াটরা। গ্রুপ পর্বে এক জয় দুই ড্র নিয়ে অপরাজিত থেকে গ্রুপ রানার্স-আপ হয়ে শেষ ষোলোয় উঠে লুকা মদরিচের দল। সেখানে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে তারা।
গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার ফলাফল
ক্রোয়েশিয়া ০-০ মরক্কো
ক্রোয়েশিয়া ৪-১ কানাডা
ক্রোয়েশিয়া ০-০ বেলজিয়াম
শেষ ষোলো
ক্রোয়েশিয়া ০-০ জাপান (টাইব্রেকারে ৩-১ গোলে জয়ী ক্রোয়েশিয়া)
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার রেকর্ড
এই নিয়ে তৃতীয় বারের মতো শেষ আটে উঠল ক্রোয়েশিয়া। আগের দুইবারই এই বাধা পেরিয়েছে তারা। তবে এবার প্রতিপক্ষ ব্রাজিল, সেলেকাওদের টপকে শেষ চারে যাওয়াটা বেশ কঠিনই হবে ক্রোয়াটদের জন্য।
ক্রোয়েশিয়ার শক্তি
ক্রোয়াটদের মূল শক্তি তাদের হার না মানা মানসিকতা। রাশিয়া বিশ্বকাপেও এই মানসিকতার উপর ভর করেই ফাইনালে উঠেছিল তারা। কাতারেও সেটির প্রমাণ দেখিয়েছে দলটি। দলের অধিনায়ক লুকা মদরিচ খেলছেন নিজের শেষ বিশ্বকাপ, ৩৭ বছর বয়সে এসেও দলের মাঝমাঠের প্রাণ তিনি। ক্রোয়েশিয়ার রক্ষণভাগও ভালো করেছে এই পর্যন্ত, ৪ ম্যাচে মাত্র ১ টি গোল খেয়েছে ক্রোয়াটরা। শেষ ষোলোয় জাপানের বিপক্ষে টাইব্রেকারে ৩ টি শট ঠেকানো গোলরক্ষক লিভাকোভিচও বেশ উদ্বুদ্ধই থাকবেন ব্রাজিলের বিপক্ষে।