কেএসআরএম’র বহরে নতুন দুটি আলট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ার, যোগ হবে আরো তিনটি
কেএসআরএম জাহাজ পরিচালনায় বাংলাদেশি নাবিকদের অগ্রাধিকার দেয়। তাদের সব জাহাজেই কর্মরত আছে দেশীয় নাবিক। নতুন জাহাজ দুটি যুক্ত হওয়ায় ৪৮ জন নাবিকের কর্মসংস্থান হয়েছে। এরা সবাই বাংলাদেশি।