বাসার সোফায় ৬ ফুট অজগর

মঙ্গলবার কানসাসের বৃহত্তম শহর উইচিতার কাছের রোজ হিলের ওই বাসিন্দা যুক্তরাষ্ট্রের জরুরি সেবার হেল্পলাইনে কল করেন। তিনি জানান, তার সোফায় একটি অজগর লুকিয়ে আছে।