বিচ্ছেদের পর প্রিয় কুকুরদের হাতছাড়া করতে চান না ব্রিটনি; বাগদানের আংটি ফেরতের প্রস্তাব!
বিচ্ছেদের আবেদনে স্যাম টাকা দাবির পাশাপাশি তার আইনি লড়াইয়ের এবং আদালতের খরচপাতিও দাবি করেছেন ব্রিটনির কাছে। একইসঙ্গে 'আলাদা সম্পদ' এবং 'বিভিন্ন আইটেম' এর মালিকানাও দাবি করেছেন।