‘এ’ দলের হয়ে ওয়ানডে খেলবেন মুশফিক

সবার আগে গিয়ে সবার পরে অনুশীলন শেষ করেন মুশফিকুর রহিম। তার নিবেদন, তাড়না উদাহরণযোগ্য। এসব ব্যাপারই তাকে দলের সেরা ব্যাটসম্যান বানিয়ে তুলেছে। অথচ সেই মুশফিকই নিজের ছায়া হয়ে আছেন, তার ব্যাটে রান নেই।