মাঠেই মারা গেলেন পানামার সর্বোচ্চ গোলদাতা

তেহাদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পানামার ফুটবল ফেডারেশন। স্থানীয় এক বিনোদনমূলক লিগে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তেহাদার। এরপর হাসপাতালে নিয়ে গেলে তেহাদাকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।