মাঠেই মারা গেলেন পানামার সর্বোচ্চ গোলদাতা
চলে গেলেন পানামা ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করা লুই তেহাদা। তিনি ভক্তদের কাছে 'ম্যাটাডোর' নামে পরিচিত ছিলেন। মাত্র ৪১ বছর বয়সে হার্ট অ্যাটাক হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই স্ট্রাইকার।
তেহাদার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পানামার ফুটবল ফেডারেশন। সিএনএন জানিয়েছে, স্থানীয় এক বিনোদনমূলক লিগে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তেহাদার। এরপর হাসপাতালে নিয়ে গেলে তেহাদাকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন।
২০১৮ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে পানামা। দেশকে এই গৌরবের পথে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তেহাদার। পানামার সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা জাতীয় দলের হয়ে খেলেছেন ১০৮ ম্যাচ, করেছেন ৪৩ গোল। ২০০১ সালে পানামার জার্সিতে অভিষেক হওয়ার পর তেহাদা অবসর নেন ২০১৮ সালে।
তেহাদার মৃত্যুতে শোক নেমে এসেছে ফুটবল বিশ্বে। পানামা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ফুটবলের উন্নয়নের সঙ্গে তেহাদা 'সমার্থক' হয়ে উঠেছিলেন। বিবৃতিতে বলা হয়, 'আমরা তার পরিবার, বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা ম্যাটাডোরকে কখনোই ভুলব না।'
২০১৮ কনকাকাফ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ রাউন্ডে জোড়া গোল করেন তেহাদা। পানামা পঞ্চম রাউন্ড শেষ করে তৃতীয় হয়ে। সঙ্গে সরাসরি রাশিয়া বিশ্বকাপে সুযোগ পায় উত্তর আমেরিকান দেশটি।