ভোটে কারচুপি স্বীকার করে আসন ছাড়লেন জামায়াত নেতা, বললেন ওই আসনে জিতেছেন ইমরানের প্রার্থী

৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে হাফিজ নাঈম করাচি সেন্ট্রালের সিন্ধ পরিষদের পিএস-১২৯ আসনে জয়লাভ করেন। কিন্তু পিটিআইয়ের প্রার্থী তার চেয়ে বেশি ভোট পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।