ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন: এগিয়ে আছেন প্রাবোও-জিবরান জুটি

গবেষণা প্রতিষ্ঠান ইন্দোনেশিয়া সার্ভে ইনস্টিটিউট (এলএসআই) জানিয়েছে, প্রাবোও-জিবরান জুটি ৫৮ দশমিক ১৫ শতাংশ; আনিয়েস-মুহাইমিন জুটি ২৩.৫৭ শতাংশ এবং গাঞ্জার-মাহফুদ জুটি ১৮.২৯ শতাংশ ভোট পেয়েছে।