বিতর্কিত নির্বাচনে ভেনেজুয়েলায় ফের জয়ী মাদুরো; সংঘর্ষের মাঝেই সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণা
বিরোধী শিবিরের দাবি, ভোটে প্রার্থী এডমুন্ডো গঞ্জ়ালেস উরুশিয়ার সহজেই জয়ী হওয়ার ছিল। তবে রবিবার রাতে দেশটির ইলেক্টোরাল কাউন্সিল ঘোষণা করেছে, ৬১ বছরের মাদুরো ৫১.২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।