ভেনিজুয়েলায় কারাগারে সংঘর্ষে ৪৬ কয়েদি নিহত
ভেনিজুয়েলার পর্তুগিসা প্রদেশের একটি কারাগারে কয়েদিদের মধ্যে ছড়িয়ে পড়া দাঙ্গায় কমপক্ষে ৪৬ জন মারা গেছেন আর আহত হয়েছেন ৬০ জন। দেশটির অধিকার কর্মী এবং বিরোধী দলীয় আইনপ্রণেতারা এ তথ্য জানান।
কারাবন্দীদের অধিকার নিয়ে কাজ করা ভেনিজুয়েলার অবজারভেটরি অব প্রিজনসের পরিচালক বিয়াত্রিজ গ্রিয়ন বলেন, লস লানোস পেনিটেনশিয়ারি নামক কারাগারে শুক্রবারের ওই ঘটনার পর ৪৬ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে।
এ ব্যাপারে দেশটির কারামন্ত্রী আইরিশ ভারেলা স্থানীয় সংবাদপত্র আল্টিমাস নোটিসিয়াসকে বলেন, কারাগারের পরিচালককে গুলি করে এদিন বন্দিরা পালানোর চেষ্টা করলে তার প্রেক্ষিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তবে এসময় তিনি মৃতের সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেওয়া থেকে বিরত থাকেন।
আল জাজিরার সাংবাদিকরা ভেনিজুয়েলার তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করা পরও সেখান থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে পর্তুগিসা রাজ্যের বিরোধী দলীয় আইনপ্রনেতা মারিয়া বিয়াত্রিজ মার্টিনেজ জানান, সাক্ষাতের সময় কারাবন্দীদের পরিবারের প্রতি বন্দীদের জন্য খাবার আনার সুযোগ কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে ওই দাঙ্গা সৃষ্টি হয়।
উল্লেখ্য, বন্দীদের জন্য পরিবারের পক্ষ থেকে খাবার সরবরাহ ভেনিজুয়েলার কারাগারগুলোয় একটি নিয়মিত ঘটনা।
তবে কয়েদি বোঝাই জেলগুলোতে করোনাভাইরাসের বিস্তার রোধে দর্শনার্থীদের ওপর খাবার না নিয়ে আসার মতো নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেলের মূল্যের তলানিতে পতন- সবকিছু মিলিয়ে ভেনিজুয়েলায় আর্থসামাজিক অস্থিরতা এখন চরমে। এর মধ্যে দিয়েই সেদেশের সরকারকে করোনাভাইরাস বিস্তারের চেষ্টা করতে হচ্ছে।