২০২৬ সালের মধ্যে ৫৮ বিলিয়ন ডলারে একীভূত হওয়ার পরিকল্পনার ঘোষণা নিসান ও হোন্ডার

নিসান ও হোন্ডার বর্তমান বাজার মূলধন যৌথভাবে ৫৪ বিলিয়ন ডলার। আর মিতসুবিশি এ জোটে যোগ দিলে এ মূলধন ৫৮ বিলিয়ন ডলার ছাড়াবে যা বিশ্বের গাড়ি প্রস্তুতকারকদের প্রথমে থাকা টয়োটা ও ভক্সওয়াগনকে ছাড়িয়ে যাবে।