"ভারতে লকডাউন ব্যর্থ!" টুইট করে দাবি রাহুল গান্ধির

নিজ দাবির স্বপক্ষে যুক্তি খাড়া দিতে পাঁচটি গ্রাফ টুইট করেন রাহুল গান্ধি। সেই রেখাচিত্র থেকে স্পষ্ট ইউরোপের দেশগুলোর লকডাউনের তুলনায় ভারতে পাঁচ দফায় চলা লকডাউন কীভাবে ব্যর্থ হয়েছে।