ভূ-রাজনৈতিক ঝুঁকি হ্রাসে চীনা বাজারে ৩ হাজার কোটি ডলারের আইপিও ছাড়বে জ্যাক মা'র অ্যান্টগ্রুপ
তিনি জানান, জ্যাক মা’র আলীবাবা এবং অ্যান্ট উভয় প্রতিষ্ঠানই সাম্প্রতিক সময়ে অন্য দুই চীনা প্রযুক্তি কোম্পানি টেনসেট ও বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের বাজারে যে বিপত্তির শিকার হয়েছে, তা থেকে শিক্ষা নিয়েছে...