ভূ-রাজনৈতিক ঝুঁকি হ্রাসে চীনা বাজারে ৩ হাজার কোটি ডলারের আইপিও ছাড়বে জ্যাক মা'র অ্যান্টগ্রুপ
যুক্তরাষ্ট্র-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে উত্তেজনা এবং ব্যবসায়িক পরিবেশ বিঘ্নিত হওয়ার হুমকি দেশীয় মূলধন বাজারমুখী করেছে চীনা ধনকুবের জ্যাক মা'র অ্যান্ট গ্রুপকে। প্রতিষ্ঠানটির সার্বিক আইপিও সাম্প্রতিক সময়ে, সবচেয়ে বড় অংকের পুঁজি সংগ্রহের উদ্যোগ। এর প্রেক্ষিতে নির্ধারিত বাজার মূল্যায়ন ব্যাংক অব আমেরিকার সমান হতে পারে।
চীনের অর্থনৈতিক প্রযুক্তি ভিত্তিক ই-কমার্সের ব্যবসায় অগ্রপথিক অ্যান্ট গত মঙ্গলবার হংকং এবং সাংহাই বাজারে তাদের আইপিও ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা দেয়। মার্কিন মূলধনী বাজারে না যাওয়ার কারণ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের চীনা পণ্য রপ্তানি নিয়ন্ত্রণ এবং বাণিজ্য নিষেধাজ্ঞাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে।
জ্যাক মার আরেক প্রযুক্তি কোম্পানি আলীবাবা হোল্ডিং লিমিটেড মার্কিন বাজারে নিবন্ধিত হলেও, অ্যান্ট গ্রুপ সে পথ মাড়ায়নি। বিশেষ করে, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক চীনা বাণিজ্যিক প্রতিষ্ঠান বিরোধী মনোভাব এবং চীনা প্রতিষ্ঠানে বিনিয়োগ নিরুৎসাহিত করার পদক্ষেপ- যুক্তরাষ্ট্র বিমুখ করেছে অ্যান্টকে।
''মার্কিন পুঁজিবাজারে নিবন্ধনের সবচেয়ে বড় বিপদ হচ্ছে; যেকোনো মুহূর্তে দেশটির সরকার যদি কোনো নিষেধাজ্ঞা দেয় তাহলে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য যেসব স্থানে অ্যান্ট ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছে- তা ভেস্তে যাবে'' বলছিলেন সাংহাই ভিত্তিক বিনিয়োগ পরামর্শক সংস্থা চায়না স্কিনি'র ব্যবস্থাপনা পরিচালক মার্ক টেনার। খবর আল জাজিরার।
তিনি জানান, জ্যাক মা'র আলীবাবা এবং অ্যান্ট উভয় প্রতিষ্ঠানই সাম্প্রতিক সময়ে অন্য দুই চীনা প্রযুক্তি কোম্পানি টেনসেট ও বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের বাজারে যে বিপত্তির শিকার হয়েছে, তা থেকে শিক্ষা নিয়েছে। প্রথমোক্ত, দুটি প্রতিষ্ঠানই এখন ভূ-রাজনৈতিক বিরোধের ঝুঁকি কমাতে সক্রিয়।
এদিকে, একইসঙ্গে হংকং এবং সাংহাই বাজারে নিবন্ধনের ভেতর দিয়ে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আইপিও'তে পরিণত হতে পারে অ্যান্টগ্রুপ। সৌদি আরামকোর রেকর্ড ২৯শ' কোটি ডলার পুঁজি সংগ্রহের রেকর্ড ভেঙ্গে তিন হাজার কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে অ্যান্টের। বাজার পরিবেশ সহায়ক হলে এ মূল্যের আইপিও থেকে পরিবর্তীতে সেকেন্ডারি শেয়ারের ভিত্তিতে কোম্পানির বাজার মূল্যায়ন উন্নীত হতে পারে সাড়ে ২২ হাজার কোটি ডলারে। এটা হবে যুক্তরাষ্ট্রের বৃহৎ ঋণদাতা- ব্যাংক অব আমেরিকার বাজার মূল্যায়নের সমান। আরেক ব্যাংকিং জায়ান্ট সিটি গ্রুপের দ্বিগুণ। বৃহৎ মার্কিন ব্যাংকের মধ্যে শুধু জেপি মরগ্যান চেজ'ই এদিক থেকে অ্যান্টের চাইতে এগিয়ে থাকবে।