'তুমি আর আমার মা না': বিভক্ত যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের যুগ শেষ হওয়ার পরও ভুগতে হবে
যুক্তরাষ্ট্রে হাজার হাজার পরিবার এবং বন্ধু –বান্ধবের সম্পর্কে চিড় ধরিয়েছে এবারের নির্বাচন ঘিরে তাদের রাজনৈতিক অবস্থান। ট্রাম্প হোয়াইট হাউজের দপ্তরে থাকুন বা নাই থাকুন- তাতেও এ দূরত্ব সহজে দূর হবে না।