৬ হাজার জুম থেকে পান বিক্রিতে আয় কমেছে অর্ধেক, আর্থিক সংকটে খাসি সম্প্রদায়
পানের বাজার চাঙ্গা থাকে যে সময়ে, ঠিক তখন আসে লকডাউন। ফলে পানবিক্রির দোকান ও বাজার বন্ধ হয়ে যাওয়াতে বিক্রি কমে যায় ৮০ শতাংশ। আবার যখন লকডাউন তুলে নেওয়া হয়, তখন পানের উৎপাদন বেশি থাকায় কমে যায় দাম।