শূন্য থেকে শুরু করে অতিধনী হয়েছেন যে ১০ বিলিয়নেয়ার

ক্লাউন বা ভাঁড় সেজেও বিলিয়নেয়ার হওয়া যায়— কেই বা জানতো। কিন্তু তাই যেন করে দেখালেন গাই ল্যালিবার্ট। তবে জীবনের শুরুটা তাঁর সংগ্রামের মধ্যে দিয়েই গেছে।