নার্ভ ডিসঅর্ডার: অ্যাস্ট্রাজেনেকা টিকার বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকায় নতুন জটিলতা
এই রোগ 'গুলেন ব্যারি সিনড্রোম' নামে পরিচিত। রোগের লক্ষণের মধ্যে রয়েছে অসাড়তা, দুর্বলতা এবং হাত ও পায়ে ঝিঁঝি ধরার মতো অনুভূতি; যত দিন যায় রোগীর অবস্থা ততোই অবনতির দিকে যেতে থাকে।