করোনাকালে সালমান, হৃত্বিক ও টাইগার শ্রফের কাছ থেকে ফিটনেস পরামর্শ নিতেন শাহরুখ!  

করোনার সময় সবকিছুই বন্ধ হিয়ে গিয়েছিল, এমনকি রাস্তায় বেরোনোর উপায়ও ছিল না। সেসময় শাহরুখ খান সালমান-হৃত্বিকদের ফোন করে পরামর্শ নিতেন যে কোন ব্যায়াম করলে তার জন্য ভালো হবে।