করোনাকালে সালমান, হৃত্বিক ও টাইগার শ্রফের কাছ থেকে ফিটনেস পরামর্শ নিতেন শাহরুখ!
মাত্র একদিন আগেই নিজের ৫৭ তম জন্মদিন পালন করেছেন বলিউডের 'কিং খান' শাহরুখ খান। জন্মদিনের দিনেই নতুন সিনেমা 'পাঠান'-এর টিজার প্রকাশ করে ভক্তদের উপহার দিয়েছেন বলিউডের বাদশাহ। এ সিনেমায় সম্পূর্ণ নতুন লুকে ধরা দিতে যাচ্ছেন শাহরুখ খান। ইতোমধ্যেই টিজারে শাহরুখের দুর্দান্ত ফিটনেস ভক্তদের নজর কেড়েছে! এবার করোনাকালে শাহরুখের ফিটনেস বজায় রাখার পদ্ধতি কী ছিল, সেটিও প্রকাশ হয়ে গেল।
করোনার কারণে বিশ্বজুড়ে যখন লকডাউন চলছিল, তখন কিভাবে শরীরচর্চা করতেন, কিভাবে স্বাস্থ্যের খেয়াল রেখেছিলেন সবটাই জানালেন শাহরুখ। মূলত 'পাঠান'-এর জন্যই একটা দারুণ ফিটনেস প্রয়োজন ছিল কিং খানের। কিন্তু করোনার সময় সবকিছুই বন্ধ হিয়ে গিয়েছিল, এমনকি রাস্তায় বেরোনোর উপায়ও ছিল না। কিন্তু তাই বলে কী শরীরচর্চা বন্ধ রাখা যায়? একদমই না! করোনার সময় তাই শাহরুখ খানের ফিটনেস গুরুর ভূমিকা পালন করেছিলেন সালমান খান, হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ!
২০২১ সালের শুরুর দিকে 'পাঠান'-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন শাহরুখ। কিন্তু তখন ভারতে কোভিডের দ্বিতীয় তরঙ্গের কারণে সব জিম বন্ধ ছিল। তাই বাড়িতেই শরীরচর্চা করতে হয়েছিল শাহরুখকে।
শাহরুখ খানের এক ভক্তের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, করোনার সময় নিজের ফিটনেস নিয়ে কথা বলছেন শাহরুখ। শাহরুখ বলেন, "করোনার সময় আমি সাধারণত খুব দেরি করে উঠতাম। এরপর ব্যক্তিগত জিমে ৩০-৪৫ মিনিট সময় কাটাতাম। কিন্তু কোয়ারেন্টাইনের জন্য কোনও ফিটনেস ট্রেইনারকে পাইনি।"
এরপর তিনি গুগল করে দেখেন যে কোন ব্যায়ামগুলো তিনি করতে পারবেন। আবার সালমান খান, হৃত্বিক রোশনদের ফোন করে পরামর্শ নিতেন যে কোন ব্যায়াম করলে সেটা তার জন্য ভালো হবে।
শাহরুখ খান যে তিন অভিনেতার নাম জানিয়েছেন, তারা সবাই ভালো ফিটনেসের জন্য বেশ বিখ্যাত। আর তিনি যখন সালমানের নাম করেন তখন দর্শকরা চিৎকার করে ওঠে! কারণ একথা সবারই জানা যে শাহরুখ এবং সালমান দীর্ঘদিনের বন্ধু। শোনা যাচ্ছে, 'পাঠান' ছবিতেও একটি ক্যামিও চরিত্রে থাকবেন সালমান খান! অন্যদিকে সালমানের 'টাইগার ৩' ছবিতে শাহরুখ খানকে নাকি দেখা যাবে ক্যামিও চরিত্রে।
বলে রাখা ভালো, আগামী বছর একাধিক ছবি মুক্তি পেতে যাচ্ছে কিং খানের। সবার আগে ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান'। তারপর মুক্তির অপেক্ষায় আছে 'জওয়ান' এবং 'ডানকি' ছবি দুটি।