মঙ্গলের বুকে চীনা রোভার ঝুরংয়ের ভিডিও প্রকাশ

মঙ্গলের মাটিতে তিনটি ভিডিও ধারণ করে পাঠানো হয়েছে। ঝুরং ওয়্যারলেস ক্যামেরাটি মাটিতে নামিয়ে রাখার পরই প্রথম ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওটিতে ক্যামেরাটি মাটিতে নামিয়ে রোবটটিকে পিছিয়ে যেতে দেখা যায়।